শুভ রাত্রি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

শুভ রাত্রি

ব্যাস্তদিনের শেষে, রাত স্বপ্ন নিয়ে আসে!
 
সুন্দর একটা স্বপ্ন, রাখবো তাতে কারো কল্প!
 
অভিমান থাকবে কিছু অল্প! বলে দিলাম শুভ রাত্রির গল্প
 
শুভ রাত্রি
মিতুল আহমেদ 

No comments:

Post a Comment