এই বেলায় - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

এই বেলায়

এই বেলায়

                মিতুল আহমেদ

  
তোমার ঐ পায়ের নখে! তোমার ঐ গায়ের রঙ্গে! তোমার ঐ ঠোঁটের কোনে! আমার এ মনটা টানে। তোমার ঐ বাঁকা চোখে! তোমার ঐ দাতের ফাঁকে! তোমার ঐ মিষ্টি ডাকে! আমার এ মনটা ফাটে। তোমার ঐ চাহনিতে! তোমার ঐ খামসিতে! তোমার ঐ একলা চলায়! মন আমাকে দিয়ে বলায়। ভালো থেকো এই (করোনায়) বেলায়।
 
stanzapoem.blogspot.com

 

No comments:

Post a Comment