মনে মনে
মিতুল আহমেদ
মনে মনে ভালোবাসি তাকে !
প্রকাশ করতে যে বাঁধে,
মনে মনে কতো সুর স্বাধে!
সব উড়ে যায়,
যখনই সে সামনে দাঁড়ায়।
মনে মনে রাজ্য সাজায়
দিক-বিদিক ঘুরে বেড়ায়!
যখনি সামনে পড়ে যায় আমি,
আমায় ধরে কতো ন্যাকামি!
বলতে পারিনি কোন দিন সেথা
তুমিও বোঝনি আমার অস্থিরতা
আজও আমি অপেক্ষায় বসে একা,
নিজের মধ্যে পাই তোমার দেখা।
No comments:
Post a Comment