বিয়েটা এবার করেই ফেললাম
মিতুল আহমেদ
বিয়েটা এবার করেই ফেললাম,
অনেক উপেক্ষা,অনেক অপেক্ষা।
শেষমেশ সেই পুরানো রেওয়াজ,
একা স্বাধীনতা ভোগ করা শেষ।
বিয়েতে আমার ভীষণ ভয়,
শেষমেশ বলে ফেললাম!
বিয়েটা এবার করেই ফেললাম।
শুনেছি নাকি ভালো লাগা যতো
ততটাই নাকি যন্ত্রনা থাকে!
তবু গতিতে চলার সময়ে,
হয়ে যায় নাকি অজান্তে বিয়ে।
আমি বলি ভাই....
প্রেম করে যারা আপন গলায়,
বিয়ে নামের এই আপদ ঝুলায়
তারাও কি বলে দিন শেষ ভাই!
বাঁচা বাঁচা আমি মরলাম?
বিয়েটা এবার করেই ফেললাম।
No comments:
Post a Comment