অসহায় জীবন - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

অসহায় জীবন


অসহায় জীবন

    মিতুল আহমেদ


জীবনের সব রং হলো এলোমেলো,
পৃথিবীর বুকে করোনা যে এলো!
আপনার সব লোক আজ পর হলো,
কেউ কারো নয় তা প্রমানিত হলো।

কতো আদরের, কতো ভালোবাসা!
সব কিছু কল্পনায় বেঁধেছে বাসা,
কতো ত্যাগের বিনিময়ে এই কাছে আসা,
পারছি না আজ আর রাখতে সেই আশা।

মোরা কতো অসহায়! দুর্বল কতো!
তবু আবেগের তাড়নায় ছোটাছুটি এতো,
বার বার ভুলে যায় সত্য আছে যতো,
চখের সামনে দেখেও বিশ্বাস করছো না তো।

1 comment:

  1. দারুন কবিতা। আপনার কবিতা আমার বেশ ভাল লাগে। আরো মজার মজার কবিতা পড়তে চাইলে ছুটে আসুন আমার ছোট্ট ব্লগেঃ কবিতা সমগ্র

    ReplyDelete