জীবন না জীবিকা
মিতুল আহমেদ
কয়েকদিন হলো ঘুরছে মনে,
একটা প্রশ্ন ঠোঁটের কোনে!
জীবন নাকি জীবিকা চাই?
উত্তরটা কেউ বলবে আমায়।
মহামারিতে না করে জীবনের ভয়,
জীবিকার সন্ধানে ছুটছে সবাই!
জীবিকা বাঁচাতে তাই পরিমরি,
জীবনের চিন্তা নাহি কেহ করি!
রিজিকের মালিক জানি আল্লাহ,
তবু কেন জীবিকা খোজার পাল্লা!
জীবন চাই! জীবিকা চাই!
পৃথিবীতে বেঁচে থাকে কি সবাই?
No comments:
Post a Comment