জীবন জার্নি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

জীবন জার্নি

জীবন জার্নি

                        মিতুল আহমেদ


জীবন জার্নি করতে পূরণ,
ছুটছো তুমি রেখো স্মরণ।
বিদায় নিলো আরো একটি বছর!

নতুন আলো ফুটলো উষার!
স্মরণ করো ভুল কি তোমার!
চাইতে ক্ষমা করোনা অজোর,
বিদায় নিলো আরো একটি বছর!

জীবন থেকে ফুরচ্ছে দিন,
বাড়ছে শুধু পাপেরও ঋণ।
বিদায় বেলায় আমি আকুল,
ক্ষমা কর যতো করেছি ভুল।

1 comment:

  1. অনেক ভাল লাগলো কবিতাটি। অসাধরন লেখা জীবন জার্নি নিয়ে আসলে আমরা অনেকেই ভাবিনা।
    XoX0

    অনেক সুন্দর সুন্দর গল্প/উপন্যাস পড়তে আমার ব্লগে আপনাকে স্বাগতমঃ
    গল্পঃ আহ্বান লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    ReplyDelete