তুচ্ছ জীবন - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

তুচ্ছ জীবন

তুচ্ছ জীবন

মিতুল আহমেদ

 
এই দুর্যোগে যুদ্ধে আছি,
ভীষণ ভয়ে কুঁকড়ে গেছি!
জানিনা! মরি কি বাঁচি

আল্লাহ জানেন আমার নিয়তি,
অজানতে যদি করি কারোর ক্ষতি
সকলের কাছে প্রার্থনা করিও মাফি!

জীবিকার প্রয়োজনে এসেছি ছুটে
জীবনের মায়া তুচ্ছ করে!
যদি থাকি বেঁচে রাখবো মনে,
যদি হয়ই শহীদ মোরা!
রাখবে কি তোমাদের স্মৃতির কোনে?

প্রতিটা মিনিট কাটছে ভয়ে,
দৃশ্যমান কোন জন্তু নহে!
দোয়া করো ভাই দু-হাত তুলে,
আল্লাহ যেন সকলেরে ক্ষমা করে

No comments:

Post a Comment