বিজয়ের ডিসেম্বর - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

বিজয়ের ডিসেম্বর

বিজয়ের ডিসেম্বর

               মিতুল আহমেদ


হাজার তাঁরায় সেজেছে অম্বর!
আবার এলো বিজয়ের ডিসেম্বর।

বাঙ্গালির অর্জনের স্মৃতির মাসে
কিছু কথা বারবার ঘুরে আসে।
বাঙ্গালী দেশ, মাটি পাওয়ার আশে,
প্রাণ দিলো সকলে ভালোবেসে।

দেশ পেয়েছি, পেয়েছি স্বাধীনতা।
মনকে আমরা আজো মানাই
সবাই মিলে শ্রদ্ধা জানাই
মনের কোনে সৌধ সাজাই।

বিশ্বের কাছে মাথা উঁচু করে,
আজও বলি বারবার।
এ বিজয় আমার-এ বিজয় বাংলার
স্মৃতিতে থাকবে অবিনশ্বর
বিজয়ের ১৬ই ডিসেম্বর!!

 

No comments:

Post a Comment