ফাঁকিবাজ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

ফাঁকিবাজ

ফাঁকিবাজ

মিতুল আহমেদ


কাজ আছে! কাজ নেই! 
কাটছে সময়,
লুকোচুরি খেলাতেই৷

আমরা আছি কয়েক জন,
করি মেশিন অপারেশন!
যাচ্ছে কেটে বেলা,
করে লুকোচুরি খেলা৷

আছে কিছু লোক কাজে করে হেলা৷
তাদের নিয়ে হয়েছে যে জ্বালা৷
ধুমপানে বিষ পান জানে তা সবাই!
তবু তারা এই বলে কাজে ফাঁকি দেয়৷

অতঃপর কবিতা


No comments:

Post a Comment