মূল্যবোধ
মিতুল আহমেদ
চরিদিক শূন্য-----!
এ কিসের শূণ্যতা?
এতো মানুষ এতো ভিড়,
তবু খাঁখাঁ করে মনের নীড়৷
এযে শূণ্যতা এযে শশ্মাণ এযে অসারতা,
ছোট্ট হার্টে মৃদু কম্পনে জেগে ওঠে ব্যথা৷
কবে আসবে পূর্ণতা?
হে কবি ------------------------?
কিসের এতো শূণ্যতা?
কেন শূণ্য তোমার মনের নীড়?
তোমার মনে কি দোলা দেয় না?
এতো! এতো মানুষের ভিড়৷
আমি তো মানুষ খুঁজিনি,
আমিতো খুজেছি মূল্যবোধ,দায়িত্ববোধ৷
যা দিয়ে করবো দশের ঋণ পরিশোধ৷
তুমি কি দেখ সেই পূর্ণতা?
হে কবি-------------------------------?
কিসের এতো ব্যাকুলতা?
এতো প্রেম, এতো সৌন্দর্য চারদিক৷
তবু কেন এমন ভাবনা করলে ঠিক?
তুমি কি দেখোনি, মানুষের অবক্ষয়?
তুমি কি দেখোনি নীতির বিশর্জন?
তুমি কি দেখোনি সেই পরিবেশ?
যেখানে মূল্যবোধটা হচ্ছে তিলে তিলে শেষ৷
No comments:
Post a Comment