প্রাণের হাসি
মিতুল আহমেদ
আমার কথায় হাসে না কেউ!
আমার মুখের কথা নাকি শুধু ঘেউ ঘেউ!
দুঃখ দিতে চাইনি আমি বুঝলো না তা কেউ ৷
আমার দোষেই মুখের হাসি হারিয়ে ছিলো কেউ!
দুঃখ আমি চাইনি তোমায় দিতে
চেয়েছি শুধু কিছু কথা ভাগ করে নিতে!
আমার কথায় তুমি দুঃখ পেলে নাকি?
সুখ-দুঃখ না হয় করলাম ভাগাভাগী!
মজা করতে অনেক রকম কথাই আমি বলি,
তাই ভেবো না আমি কথার খেলা খেলি!
বলার চেয়ে শুনতে আমি ভালোবাসি!
তবু তোমার মুখে ফোটে না তো হাসি!
দেখেছি আমি তোমার গালে হাসির টোল!
ঐ হাসিটাই আমার প্রাণে বাজিয়েছিল ঢোল!
হাসির ছন্দে প্রাণে জেগেছিল মোর দোল!
গোমড়া মুখো এবার না হয় দুঃখগুলো ভোল ৷
No comments:
Post a Comment