তোমাকে যে ভুলতে পারি না - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

তোমাকে যে ভুলতে পারি না

তোমাকে যে ভুলতে পারি না

মিতুল আহমেদ


শোনো গো মায়াবি ললনা 
করো না আমার সাথে ছলনা
তোমাকে যে ভুলতে পারি না (।।)

তোমার ঐ মিষ্টি মুখের মায়ায়
পড়েছে ধরা আমার এ হৃদয়।
সে কথা তোমার অজানা (।।)

কখনো যদি আমি না দেখি তোমায়
আমার এই বুকে যেন তোলপাড় হয়
সে কথা তোমার অজানা (।।)

প্রথম দেখেই ভালোবেসেছি তোমায়
তাইতো এই মনে হারাবার ভয়।
সে কথা তোমার অজানা (।।)




No comments:

Post a Comment