কালো মেয়েটি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কালো মেয়েটি

কালো মেয়েটি

            মিতুল আহমেদ


গাঁয়ের রংটি তাঁহার কালো
সে যে আমার জীবনের আলো!

সে যে লক্ষ্মী মনত্ব মেয়ে।
সব দায়িত্ব কাধে নিয়ে,
আমায় বেসেছে ভালো
গাঁয়ের রংটি তাঁহার কালো!

নাকটি যে তাঁর লম্বা বাঁশি
মুখে আছে মিষ্টি হাসি।
চেহারা দেখ বেশই ভালো।
গাঁয়ের রংটি তাঁহার কালো!

এমন অনেক মানুষ আছে চামড়া যাদের সাদা।
ভেতরে তাদের লেপটে আছে কাঁদা।
গাঁয়ের রঙে যায় আসে না মনটা যাদের ভালো।
কালো হলেও এই দুনিয়ায় ছড়ায় তাঁরা আলো!


No comments:

Post a Comment