কালো মেয়েটি
মিতুল আহমেদ
গাঁয়ের রংটি তাঁহার কালোসে যে আমার জীবনের আলো!সে যে লক্ষ্মী মনত্ব মেয়ে।সব দায়িত্ব কাধে নিয়ে,আমায় বেসেছে ভালোগাঁয়ের রংটি তাঁহার কালো!নাকটি যে তাঁর লম্বা বাঁশিমুখে আছে মিষ্টি হাসি।চেহারা দেখ বেশই ভালো।গাঁয়ের রংটি তাঁহার কালো!এমন অনেক মানুষ আছে চামড়া যাদের সাদা।ভেতরে তাদের লেপটে আছে কাঁদা।গাঁয়ের রঙে যায় আসে না মনটা যাদের ভালো।কালো হলেও এই দুনিয়ায় ছড়ায় তাঁরা আলো!
Read more
# কবিতা
# স্ব-রচিত কবিতা
Share This
About Mitul Ahmed
স্ব-রচিত কবিতা
Marcadores:
কবিতা,
স্ব-রচিত কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment