গুণ কালো না মানুষ কালো - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

গুণ কালো না মানুষ কালো

গুণ কালো না মানুষ কালো

        মিতুল আহমেদ


বউটা হয়েছে কালো!
মনটা যে খারাপ হলো।
মা চেয়েছে সুন্দরী!
ছেলেটা এটা করলো কী?

ছেলের বউয়ের মুখ না হলে সাদা
প্রতিবেশীরা ছিটাবে মুখে কাঁদা!
সংসারে সে যদিও ছড়ায় আলো!
তবু বলবে সবাই বউটা হয়েছে কালো।

কানা, খোড়ায় কি আসে যায়!
সুন্দরী ভাই, সুন্দরী চাই।
হলেও হাজার গুণের অধিকারী,
ফল পাবে না তুমি কালো নারী।

যদিও অকাট মূর্খ হয়,
সুন্দরীরা প্রশংসা পায়।
সাদা-কালো ও কিছু নয়
কর্ম গুণই আসল রে ভাই।

No comments:

Post a Comment