২১ শে ফেব্রুয়ারি/কিবতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

২১ শে ফেব্রুয়ারি/কিবতা

ভাষার তরে যে বলি দান

মিতুল আহমেদ

 

ভাষার তরে যে বলিদান দিয়েছে বাঙ্গালী,
  সারা বিশ্বে এমন নজীর নেই তা জানি৷
এই ভাষাতেই প্রাণের কথা করি মোরা বক্ত,
ভাষাকে তাই ভালোবেসে ওরা দিয়েছিলো রক্ত৷ 

রাখতে বাংলা ভাষার মান,
ওরা দিয়ে গেল নিজ নিজ প্রাণ৷ 
নিজ প্রাণ বলিদানে তাঁরা পেয়েছিল সুখ,
প্রাণ দিয়ে তাঁরা করেছে উজ্জ্বল এই ভাষার মুখ৷

বাংলা আমার মায়ের ভাষা,

বাংলায় সুখ,শান্তি ভালোবাসা৷
বাংলা ছাড়া মেটেকি আশা,
বাংলা আমার শিখড়, আমার বাসা৷

বাংলা ভাষার স্মরনিয় দিন একুশে ফেব্রুয়ারি,

একথা চিরকাল মনে থাকবে সবারই৷
যাদের বলিদানে পেলাম প্রাণের ভাষা,
তাদের স্মরনে আজ এই প্রভাত ফেরিতে আসা৷

তাঁদের স্মরনে হয়েছে প্রভাত ফেরি,

কতো ব্যথা নিয়ে মোরা তাঁদের স্মরন করি৷
কতো না আদরের সোনার টুকরো ওরে৷
হারিয়েছি ভাই আমরা ভাষার তরে,
                                  
অতঃপর কবিতা


No comments:

Post a Comment