মন চুরি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

মন চুরি

মন চুরি

            মিতুল আহমেদ


ভালোবাসা হয় না তো জোর করে
ভালোবাসা থাকে যে অন্তরে
তুমি আমার কোথায় আছো
সে কথা বলি কি করে ----------
আমার এ মন চুরি হয়েছে গোপনে (৷৷)

জানি না আমার একি হলো
কখন যে আমি বেসেছি ভালো
আমার এ ভালোবাসা দিয়েছি তোমার চরনে
আমার এ মন চুরি হয়েছে গোপনে (৷৷)

তোমাকে দেখেই মনে জাগে শিহরণ
এ কোন অনূভুতি কি যে জ্বালাতন
রোজই তুমি আসো আমার স্বপনে 
আমার এ মন চুরি হয়েছে গোপনে (৷৷)

মন চুরি

No comments:

Post a Comment