রাত জাগার গল্প
মিতুল আহমেদ
জেগে আছেন এখনো?প্রেমে পড়লে মানুষ রাত জাগা শেখে।
জানেন নিশ্চয়ই?
এই তো বুঝিয়ে দিলেন!
আপনার রাত জাগার কারন কি?
প্রেম, নাকি বিষন্নতা?
বলতে পারেন অভ্যাস অভ্যস্ততা!
রাতের সাথে কথা বলেছেন কখনো?
অনেক! সে তো তাঁরার সাথেও বলি।
শুধু কি চাঁদের সাথেই আড়ি?
নাকি তাঁর ভীষণ রাস ভারি?
চাঁদ সে তো বন্ধু আমার।
জোনাকিরও আলো আছে!
চাঁদের কিন্তু নয়,
কেমন করে বলো চাঁদের,
বন্ধু হওয়া যায়?
চাঁদ কি তোমার বাড়ি আসে?
নাকি তোমায় ভালোবাসে?
কেমন করে বলো তবে,
বন্ধু হওয়া যায় !
একা, একা কি রাত জাগা যায়?
No comments:
Post a Comment