কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই

কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই

    মিতুুল আহমেদ



কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই
হবে মুক্তি নিশ্চিত জানি কর্ম যদি ভালো হয়
সদ্বয়ই সরল পথে কর্ম করা চাই (।।)

ও তুই চলি যদি সরল পথে অন্তর রাখিস মার্জিত
জানবি রে তুিই মুক্তি যে তোর হবে নিশ্চিত
সরল পথে চলতে হলে আসবে অনেক বাঁধা ভাই 
কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই (।।)

জাত ভেদাভেদ নাই রে ভাই
সঠিক কর্ম করা চাই।
কর্ম গুনেই আমি মিতুল যেন মুক্তি পাই
কার মুক্তি যে কিসে হবে তাতো জানা নাই (।।)


No comments:

Post a Comment