সরল মানুষ
মিতুল আহমেদ
একটা আছে সরল মানুষ!
বাড়ি তাঁহার গ্রাম চন্ডিপুর।
নামটি হলো খাজা তাঁহার,
স্বদয় চলে সরল পথে
দায়িত্ব তাঁহার অনেক কাধে!
পাপ পূণ্য বোঝেনা সে
চলে নিজের মতো!
সবাই তাকে পাগল বলে
হেয় করে কতো!
ধর্ম সভা সেমিনারে যায় সে যে ছুটে
পূণ্য কিছু হলেও সাথে খাবার কিছু জোটে
সবাই বলে খাবার লোভী খাজা
খাবার প্যাকেট আনছে পাজা পাজা!
আমি - বলি ওরে অবুঝ!
অন্তরে কিছু উত্তর খোজ।
রিজিকদাতা রিজিক রাখেন
সে না দিলে কি আপনি পাবেন?
শুনেছি ভাই জান্নাতে গরীব মানুষ বেশি
তাই তো আমি গরীব বলে হয়েছি অনেক খুশি।
গরীবের হিসাব নিকাশ হবে অনেক সহজ
এবার বলো খাজার তবে হলে কিসের দোষ?
ধর্ম সভার খাবার দিয়ে ক্ষুধা নিবারন হয়
তাইতো খাজার ছেলে মেয়ে হাসি খুশি রয়।
এমনি এমনি খাবার, কয় জনে বা দেয়?
নিষিদ্ধ কাজে ভাই, করে সবাই ব্যয়।
একটা গরীব সহজ সরল মানুষ যদি পাই।
তাঁর মাথাতে কাঠাল ভেঙে খাই যে সবাই।
জানি না কার মুক্তি কিসে ?
ভেবে ভেবে হারায় দিসে।
No comments:
Post a Comment