ফাগুন দিল নাড়িয়ে
মিতুল আহমেদ
দাড়িয়ে দুটি হাত বাড়িয়ে,
ফাগুন দিলো যে নাড়িয়ে৷
ঘুম ঘুম চোখে হলো যে ভোর
আমায় মনে পড়ে কি তোর?
এমনি ফাগুন পাতা ঝরা দিনে,
হয়েছিল দেখা তোরই সনে ৷
ফুটেছিল ফুল কত না রঙে
কোকিল ডেকেছিল বনে বনে ৷
কত গান, কত সুর, কত কথা মনে,
সেই কথা সেই সুর আজ জাগে প্রাণে ৷
আজ ফাগুনে সেই সুর শুনে,
প্রেম জেগেছে সবার মনে৷
প্রেম ভালোবাসা নিয়ে এসেছে ফাগুন
তাইতো সবার মনে পিরিতের আগুন
No comments:
Post a Comment