আমার প্রেম - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

আমার প্রেম

আমার প্রেম

                মিতুল আহমেদ

 

আমার প্রেম কে কইরো বরণ
আমি মরার পরে গো,
যেন তোমার আমার ছিল পিরিত
কেউ না জানতে পারে গো (৷৷)

বেঁচে থাকতে হইলো না প্রেম
মরলাম ঘুরে ঘুরে,
জানতে তুমি ছিলে কোথায়
দেখাতাম বুক চিরে,
আমার প্রেম কে কইরো বরণ
আমি মরার পরে (৷৷)

মরলে আমি সবার সামনে কাঁদবে কেমন করে
আমার স্মৃতি রাইখো তুলে তুমি যতন করে
আমার প্রেম কে কইরো বরণ 
আমি মরার পরে (৷৷)


অতঃপর কবিতা

No comments:

Post a Comment