নানা রঙ্গের দিন - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নানা রঙ্গের দিন

নানা রঙ্গের দিন

            মিতুল আহমেদ

 

ভোরের সূর্য উঠলো,
                          আবার ফাগুন আসলো৷
আজ ফাগুনের প্রথম প্রহরে,
                               ভীষণ মনে পড়ছে যে তোরে৷

মোর জীবনের এই বেলা,
                              ছিল কতো না রঙ্গের খেলা৷
দুচোখে স্বপ্নের সাজিয়ে মেলা,
                                  ভাসিয়ে ছিলাম আশার ভেলা৷

ফাগুেনর বুকে কতো না রঙ,
                                        দেখেছি জীবনের নানা ঢঙ৷
ফাগুনের রঙে সব হলো যে রঙ্গিন,
                           তবু আজ কেন আমি এতোটা মলিন৷

 দুঃখ বেদনায় ঢাকা মোর দিন,
                        ফাগুনের রং মেখে হয়েছি রঙ্গীন৷
জীবনের যত দুঃখ বেদনা ক্লেশ,
                        ফাগুন এসেছে তাই হবে সব শেষ৷



অতঃপর কবিতা

No comments:

Post a Comment