মিষ্টি মেয়ে - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

মিষ্টি মেয়ে

মিষ্টি মেয়ে

              মিতুল আহমেদ


চলার পথে দিয়েছি তোমার প্রতি দৃষ্টি!
তোমায় দেখেই আমার মনে হয়েছে প্রেম সৃষ্টি৷
বর্ষার মেঘ ছাড়া হয় কি কখনো বৃষ্টি?
বলনা আমার প্রাণ প্রিয় মিষ্টি৷

তোমায় নিয়ে সারাক্ষণ
কতো কিছু ভাবে এ-মন
বলতে চাই একটি কথা
দেবে না তো প্রাণে ব্যথা?
তোমায় ভালোবাসি জানোকি সেথা!

তোমার কাছে থাকে পড়ে আমার এই মন
সময় করে তাকে তুমি করিও যতন ৷
সারক্ষণই এই মনে তোমার বসবাস
তাতে যদি হয় হোক আমার সর্বনাশ৷

ভালোবেসে বাঁধবো দুজন ছোট্ট একটি ঘর
তুমি মিষ্টি বউ আর আমি হবো বর৷
কাটবে সময় খুনসুটি আর প্রেমের খেলা করে,
তুমি কিন্তু যেওনা মিষ্টি আমায় একা করে৷


মিষ্টি মেয়ে

No comments:

Post a Comment