আমার দিন গুলো - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

আমার দিন গুলো

আমার দিন গুলো

            মিতুল আহমেদ

 

আমার দিন গুলো যায়  তোমার অপেক্ষায়৷
সারাটা দিন থাকো জুড়ে আমার এ হৃদয়৷
তুমি আসবে কবে কোন সে অবেলায় (৷৷)

সন্ধ্যা হলে ঘরে ফিরে, যদি না দেখি তোমায়!
মনটা আমার কেমন করে সে কি বলা যায় ৷
আমার দিন গুলো যায় তোমার অপেক্ষায়৷
তুমি আসবে কবে কোন সে অবেলায় (৷৷)

মনের মাঝে যে সুর বাজে তোমায় ঘিরে রয়৷
কেমন করে তোমার পানে গেল যে হৃদয়৷
আমার দিন গুলো যায় তোমার অপেক্ষায়৷
তুমি আসবে কবে কোন সে অবেলায় (৷৷)

 

অতঃপর কবিতা


No comments:

Post a Comment