নিজের কাজ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

নিজের কাজ

নিজের কাজ

                মিতুল আহমেদ 


এসেছো ধরায় করবে বাস,
মনে রয়েছে কতো না আশ৷
খুজলে না তুমি তোমার কি কাজ?
বুঝবে সেদিন তুমি!
যেদিন নামবে জীবনের সাঁঝ ৷

কতো খেলা করে কাটালি সময়,
খুজলিনে তাঁকে মনে ডেকে কয়৷
কবে যাবি ফিরে সেই দেশের তরে,
যে দেশ লুকিয়ে আছে তোর অন্তরে৷

ভাবলিনে মন যাবি কিসে?
সেখানে যায় না যাও ভেসে ভেসে৷
মায়ার ডোরে গেলি ফেসে!
ভাবলিনে তোর মুক্তি কিসে?

অতঃপর কবিতা

No comments:

Post a Comment