সম্পর্ক - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

সম্পর্ক

সম্পর্ক

মিতুল আহমেদ

 

 জীবন ভরই করে গেলি অভিনয়,
শেষ বেলাতে দেখবি কেউ কারো নয়৷

আজ যাকে ডাকছো প্রাণের ভাই,
আসবে সময় দেবেনা তোমার পরিচয়৷
 
মায়ের পেটের প্রিয় বোনটি তোমার,
ডাকবে না সে ভাই বলে আর৷

যে ছিলো তোমার প্রথম গুরু,
যার হাত ধরে পথ চলা শুরু৷
বাবা বলেই ডাকিস যে তারে,
একটা সময় রাখবে না তাকে সংসারে৷

যে দিলো জন্ম তোরে
মা বলে যে ডাকিস তারে৷
পরের মেয়ে আসলে ঘরে,
মাকে কি আর মনে পড়ে৷

এমনি করেই সব কিছু হয় শেষ,
তবু অভিনয় করিস তো বেশ৷


অতঃপর কবিতা

No comments:

Post a Comment