প্রিয় পলা
মিতুল আহমেদ
আমার হৃদয় জুড়ে রয়েছো তুমি
তোমায় ছাড়া একা যে আমি ৷
আমার ভালোবাসাকে করোনা হেলা
তুমি যে আমার প্রাণের “পলা”!
তোমায় নিয়ে কত স্বপ্ন কত যে আশা
তুমি বললেই দুজন মিলে বাঁধবো মোরা বাসা
তুমি হবে আমার খুব আদরের বউ!
খুব যতনে করবো আদর দেখবে না তা কেউ ৷
তোমায় দেব আমার যত আছে ভালোবাসা ৷
এই আশাতেই পলা তোমার কাছে আসা ৷
তোমায় নিয়েই আমার স্বপ্ন দেশে ভাসা ৷
থাকবো মোরা এক সাথে আর থাকবে মোদের আশা
তোমার খুশি তোমার হাসি
সে যে আমার প্রাণের বাঁশি
তোমার দুঃখ তোমার কান্না
সে যে আমার হৃদয় ভাঙ্গার বেদনা ৷
মিষ্টি সুরে দুষ্টু কথা বলতে তুমি পারো
এমন করে বলতে কথা শুনি নাইতো কারো
করবে কিন্তু রোজই তুমি গল্প কিছু আরো!
তোমায় ছাড়া একা যে আমি ৷
আমার ভালোবাসাকে করোনা হেলা
তুমি যে আমার প্রাণের “পলা”!
তোমায় নিয়ে কত স্বপ্ন কত যে আশা
তুমি বললেই দুজন মিলে বাঁধবো মোরা বাসা
তুমি হবে আমার খুব আদরের বউ!
খুব যতনে করবো আদর দেখবে না তা কেউ ৷
তোমায় দেব আমার যত আছে ভালোবাসা ৷
এই আশাতেই পলা তোমার কাছে আসা ৷
তোমায় নিয়েই আমার স্বপ্ন দেশে ভাসা ৷
থাকবো মোরা এক সাথে আর থাকবে মোদের আশা
তোমার খুশি তোমার হাসি
সে যে আমার প্রাণের বাঁশি
তোমার দুঃখ তোমার কান্না
সে যে আমার হৃদয় ভাঙ্গার বেদনা ৷
মিষ্টি সুরে দুষ্টু কথা বলতে তুমি পারো
এমন করে বলতে কথা শুনি নাইতো কারো
করবে কিন্তু রোজই তুমি গল্প কিছু আরো!
তোমার ও কথা যেন লাগে ছন্দময়
তোমার কথা শুনে প্রাণে জাগে যে বিষ্ময়!
তোমার মতো কাউকে তো আমি দেখি নাই
তোমার মাঝে আমি সুক খুজে পাই!
আজকে তবে রাখছি “পলা” আজ আর নয়!!
ইতি তোমার কানাই ৷
No comments:
Post a Comment