হাওয়া ভেসে যায় - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

হাওয়া ভেসে যায়

হাওয়া ভেসে যায়

            মিতুল আহমেদ

 

হাওয়া ভেসে যায়,
তুমি পাশে নাই
কি হবে এমন ফাগুন বেলায় (৷৷)

তুমি ছাড়া এ ফাগুন বিশাদ ময়,
কাছে এসে ভালোবাসো না আমায়৷
সারাক্ষনই চাইছি আমি যে তোমার,
বলো না তোমায় কোথা গেলে পাই,
কি হবে এমন ফাগুন বেলায় (৷৷)

একা একা যে আমার কাটে না সময়,
দিন গুলো কাটে তোমার অপেক্ষায়৷
তবু কেন তোমার দেখা নাহি পাই,
কি হবে এমন ফাগুন বেলায় (৷৷)


অতঃপর কবিতা



No comments:

Post a Comment