কর্ম কি তোমার
মিতুল আহমেদ
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর৷
এমন ও মানব জনম পাবে না তো আর৷
সময় থাকতে নাওগো চিনে কর্মটি তোমার৷
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার৷
এমন ও মানব জনম হবে না তো আর৷
সময় থাকতে ডেকো তুমি আল্লাহ পারোয়ার
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর ৷
যদি কর্ম চিনতে পার পাবে নিস্তার
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনব হবে না তো আর ৷
সৎ কর্মে পাবে মুক্তি তুমি পরো পার৷
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর৷
No comments:
Post a Comment