কর্ম কি তোমার - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কর্ম কি তোমার

কর্ম কি তোমার

মিতুল আহমেদ

 

কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর৷
এমন ও মানব জনম পাবে না তো আর৷

সময় থাকতে নাওগো চিনে কর্মটি তোমার৷
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার৷
এমন ও মানব জনম হবে না তো আর৷

সময় থাকতে ডেকো তুমি আল্লাহ পারোয়ার
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর ৷

যদি কর্ম চিনতে পার পাবে নিস্তার
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনব হবে না তো আর ৷

সৎ কর্মে পাবে মুক্তি তুমি পরো পার৷
কর্ম কি তোমার ও মন কর্ম কি তোমার
এমন ও মানব জনম হবে না তো আর৷

 

অতঃপর কবিতা

 

No comments:

Post a Comment