ভালোবাসো কী আমায়
মিতুল আহমেদ
ফেসবুকেতে হলো প্রথম পরিচয়
একটু একটু করে সবই জানা হয়
ভালোবাসো কী আমায় (৷৷)
আস্তে আস্তে কাছে আসছি তোমার
তবু কেন একা একা লাগে গো আমার
তোমাকে নিয়ে ভাসি স্বপ্ন ভেলায় (৷৷)
ভালোবাসো কী আমায় (৷৷)
যদি না পাই বন্ধু ম্যাসেঞ্জারে
ঝড় ওঠে আমার এই অন্তরে
তোমাকে ভেবেই কাটছে সময় (৷৷)
ভালোবাসো কী আমায় (৷৷)
No comments:
Post a Comment