দেহ মাঝে কে আছে রে - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

দেহ মাঝে কে আছে রে

দেহ মাঝে কে আছে রে!

    মিতুল আহমেদ

 

দেহ মাঝে বিরাজ করে
এক অচিন যাদুকরে।
তাঁরে ধরতে গেলে দেয় না ধরা
কেমনে বলো ধরে?

 সে যে দেখা দেয় না কথা কয় না
শুধু করে নড়া-নড়ি
কেমনে তাঁরে ধরি?

ঐরূপ যদি দেখতে পারি 
বস্তু নিষ্ঠ হবো ভারি
কেমনে তাঁরে ধরি?  


No comments:

Post a Comment