ফিরছি আমি - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

ফিরছি আমি

ফিরছি আমি

            মিতুল আহমেদ


ফিরছি আমি ঢাকা রে ভাই
ফিরছি আমি ঢাকা!
সবাইকে ফেলে রে ভাই
ফিরছি আমি একা!
হচ্ছে মনটা খারাপ রে ভাই
হচ্ছে মনটা খারাপ!
তবু তো জীবটা রে ভাই 
করবে না আর মাফ!
চাকরি নামের জেল খানা ভাই
চাকরি নামের জেল খানা!
তবু কাজ করি রে ভাই
প্রয়োজন তো মানে না!
পেটে আছে ক্ষুধারে ভাই
পেটে আছে ক্ষুধা!
তাইতো আপনজনদের ফেলে চলে আসা।






No comments:

Post a Comment