ত্বত্ত্ব কথা
মিতুল আহমেদ
প্রেমের খেলায় কৌশল আছে
তা কিছু কৌশল জানাই আছে
আর যে টুকু বাকি আছে
শিখে নেবো গুরুর কাছে!!
প্রেম খেলা হবে রে সহজ
পেলে সেই দিক্ষা গুরুর খোজ
গুরু যদি দেয় গো দিক্ষা
থাকবে না আর অপেক্ষা!!
জানবি রে তুই ত্বত্ত্ব
যদি থাকিস প্রেমে মত্ত
ত্বত্ত্ব ভেদে কথার প্যাচে
খেলবে গুরু শিষ্য!!
No comments:
Post a Comment