ঋণ নয় পাপ - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

ঋণ নয় পাপ

ঋণ নয় পাপ

        মিতুল আহমেদ

স্বার্থ বন্ধুত্বকে গভীর করে!!!
স্বার্থ ফুরালেই সব কেটে পড়ে!!
দুধের মাছি জানি সকলেই হয়!!
অসহায় হয়ে দেখ কেউ কারো নয়!!
একটু খানি বুদ্ধি করে ছদ্মবেশ নেন!!
প্রমানটা হাতে হাতে আপনি পাবেন!!
বন্ধুর অস্তিত্ব বর্তমানে পাবেন না খুজে!!
বিপদ দেখলে বন্ধুরা সব থাকে চোখ বুজে! 
বেইমান আর প্রতারকে দেশ গেছে ভরে!
বিশ্বাস তাই উঠে গেছে সকলের তরে!!
বিশ্বাস নিয়ে করছে সবাই খেলা!!
আজ ভাসছে না আর বন্ধুত্বের ভেলা!

stanzapoem.blogspot.com

No comments:

Post a Comment