কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা


মন_পেয়ালা


মিতুল_আহমেদ


মন পেয়ালায় তোমার গন্ধ ভাসে

যদিও তুমি নেই আমার পাশে!!
তোমার গন্ধে আমি আবেশিত 
ঐ সুবাস পেলে বন্ধু কিছু চাই নাতো!!

ঐ সুবাসে সুবাসিত আমর সারা বেলা
আমায় তুমি দূরে রাখো যতোই করো হেলা!!
আমার মনের জগৎ জুড়ে 
রেখেছি তোমায় যত্নে মুড়ে!!

তোমার ওরূপ দেখি নীল আকাশে
তোমার সুবাশ ভাসে আমার চারপাশে!!


No comments:

Post a Comment