হাহাকার
মিতুল আহমেদ
বঙদেশের পরিচয় মাছে ভাতে হয়
মাছে ভাতে বাঙালি সবইতো কয়
মাছ তো শৈশবেই গেছে হারিয়ে
চালের দাম বাড়ছে সব কিছু ছাড়িয়ে!!
দুই মন ধানের দামে এক কেজি গোশত
চাষা বলে এই আমরা আছি বেশ তো
চালের বিক্রির জন্য হচ্ছে সিন্ডিকেট
অসাধুরা সুযোগ বুঝে ভরাচ্ছে পকেট!!
গরিবরা সব অসহায় করছে হাহাকার
তাঁরা হয়তো পেট পুরে খাবে না আর
চালের মজুদ যথেষ্ঠ বলেছে সরকার
তবু কিছু অসাধু ছাড়ছে হুংকার!!
সকালে সবাই মিলে খেয়েছি পান্তা
এখন তো শুরু হলো নতুন চিন্তা
রাতের চালের জোগাড় কি হবে সস্তা?
বড়লোকের খাদ্য হলো দুধ আর পাস্তা!!
চিন্তা এখন মনে মনে খাবো রাতে কি?
চালের দামে দুই কেজি আটা কিনেছি!
ছোট ছোট ছেলে মেয়ে চাই খেতে ভাত
ওদের কথা সবার মনে দেবে আঘাত!!
No comments:
Post a Comment