কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা


মহররমের_স্মৃতি


মিতুল_আহমেদ



অনেক রক্ত অনেক প্রাণ গেল ঝরে
হোসেনের বিদায় কারবালার প্রান্তরে
মহররমের শোক জাগছে যে অন্তরে
মুসলিমের শোক লাগলো ঘরে ঘরে!! 

মহররমের১০ম দিবস আছে সবার মনে
এই দিনেতেই ইমাম হারা হয়েছে সব জনে
নিষ্ঠুর ঐ নির্যাতনেও নামাজ ছাড়ে নাই
মুখে ছিলো একটা বাণী, আল্লাহ ছাড়া নাই!! 

দ্বীনের পথে যুদ্ধ করে দিয়ে গেল প্রান
অন্যায় কে কখনো সে করেনি সম্মান
উম্মতের নাজাতেই এই বলি দান
শোনো শোনো ওরে সব মুসলমান!! 

আল্লাহ তুমি কবুল করো আমার প্রার্থনা
কভু যেন এই হৃদয় তোমায় ভোলে না!!


No comments:

Post a Comment