কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা


দিক্ষা_গুরু


মিতুল_আহমেদ


ত্বত্ত্ব কথা শুনবো বলে

এলাম ছুটে ব্যাকুল হয়ে
ত্বত্ত্ব ভেদ ভাঙো এবারে
আমায় তুমি যাচাই করে!!

গুরু যদি কৃপা করে
জানায় কিছু মোরে
ত্বত্ত্ব কথা জানলে পরে
যাবে মোর হৃদয় ভরে!!

সাধু না কি সন্ন্যাস নিবো
গুরু ছাড়া দিক্ষা কোথায় পাবো
ভেদ ভেঙে দিলে বুঝবি রে পাগল
মনের মাঝে কেন এতো গোল!!


No comments:

Post a Comment