তোমায় নিয়ে - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

তোমায় নিয়ে

তোমায় নিয়ে

            মিতুল আহমেদ


তোমার চোখে চেয়ে থেকে

মরণ যেন আমার হয় গো

তোমার মুখের কথায় যেন

আমার কানে বাজে গো
তোমার প্রাণের ধুকপুকুনি
আমার প্রাণে বাজে গো!!!
তোমার কথা আমার কানে
কত মধুর শোনায় গো
তোমার শাসন আমার প্রাণে
ভালোবাসা জাগায় গো
তোমার বিরহ আমার হৃদয়ে
কত না যাতনা ছড়ায় গো
তোমার ঠোটের রঙ 
আমার ঠোটে লাগাবো 
তোমার ও চোখে কাজল 
দু’হাতে আমি পরাবো 
তোমার ও চুলে সুগন্ধি তেল 
আদর করে মাখাবো!!
তোমার কানে কানফুল 
যত্ন করে রাখিও 
নাকফুলটার খেয়াল
হৃদয় দিয়ে করিও
তোমার নাকে সোনা হবো 
এইটুকু মোর আশা 
সত্যি করে বলো দেখি 
বাঁধবে নাকি বাসা?



No comments:

Post a Comment