I will go home/এবার যাবো বাড়ি/Ebara yabo baṛi/কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

I will go home/এবার যাবো বাড়ি/Ebara yabo baṛi/কবিতা

এবার যাবো বাড়ি


মিতুল আহমেদ


ছুটি হলো আজ
নেই আর কাজ
অবসরে আছি পড়ী
তাই বাড়ির পথ যে ধরি

যাবো বাড়ি তাই 
সময় না যাই
কী করি ভাই
কোন কাজ নাই

বাড়ি আছে বাবা-মা
কত দিন হলো তাদের দেখি না
এবার যাবো বাড়ি
সব কাজ কর্ম ছড়ি।




No comments:

Post a Comment