গান - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

গান

গান 


মিতুল আহমেদ


আষাঢ় গেল শ্রাবণ গেল শীতও যে যায় যায়
তবু বন্ধু আজও কেন তোমার দেখা নাই ।।

কবে দেবে দেখা যে আমায় 
সেই আশাতেই দিন যে কেটে যায়
তবু বন্ধু আজও কেন তোমার দেখা নাই ।।

তোমার জন্য আমার এই অন্তর পুড়ে যায়
কবে বন্ধু আসবে বলো আমার আঙ্গীনায়
তবু বন্ধু আজও কেন তোমার দেখা নাই ।।

কোথায় গেলে বন্ধূ আমি তোমার দেখা পায়
তোমারই অপেক্ষাতে আমার প্রাণ চলে যায়
তবু বন্ধু আজও কেন তোমার দেখা নাই ।।




No comments:

Post a Comment