আমি তুমি হারা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

আমি তুমি হারা


আমি তুমি হারা

                মিতুল আহমেদ


রোদ ঝলমল দিনে 
বিশুদ্ধ জল বিনে 
যেমন কাটে দিন 
তোমায় ছাড়া একা আমি 
তেমনি সঙ্গী হীন!! 

সকাল বেলা শান্ত চারি পাশ 
তোমার কথা উঠলে মনে 
জান করে হাসফাশ!! 
আবার কবে ফিরবে তুমি?
স্নিগ্ধ সকাল হয়ে? 

পবিত্রতায় মন ভরাবে 
আবার জানি কবে?  
মনটা আমার প্রশ্ন করে  
আমায় ফেলে কেন গেলে?  
উত্তর পাই না খুজে!  
আমি ত্রিভুবনে??

stanzapoem.blogspot.com



No comments:

Post a Comment