আমি তুমি হারা
মিতুল আহমেদ
রোদ ঝলমল দিনে
বিশুদ্ধ জল বিনে
যেমন কাটে দিন
তোমায় ছাড়া একা আমি
তেমনি সঙ্গী হীন!!
সকাল বেলা শান্ত চারি পাশ
তোমার কথা উঠলে মনে
জান করে হাসফাশ!!
আবার কবে ফিরবে তুমি?
স্নিগ্ধ সকাল হয়ে?
আবার জানি কবে?
মনটা আমার প্রশ্ন করে
আমায় ফেলে কেন গেলে?
উত্তর পাই না খুজে!
No comments:
Post a Comment