Trouble/kasta/কষ্ট/কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

Trouble/kasta/কষ্ট/কবিতা

কষ্ট


মিতুল আহমেদ


উপরে আমরা মানুষ সবাই, ভিতরে একটা মন
কষ্টের কথা বলব এখন কানটি পেতে শোন !

মানুষ ভেদে কষ্ট্ গুলো নানা রকম হয়
তবু কেন নিজের টাকেই বড় বলিস ভাই?
এমন অনেক কষ্ট আছে মনের গভির রই।
যে কষ্টের কথা কেউ কাউকেই না কয়।

এমন অনেক কষ্ট কষ্ট আছে বরে সবাই মুখে
বুঝবি তখন কষ্টে নয় সে আছে অনেক সুখে
হরেক রকম কষ্ট আছে আমার ছোট্ট বুকে!
বলতে গেলেই শুনি আমি আছে সবাই দুঃখে।

কষ্টে থাকা মানুষ গুলো কষ্ট নিয়েই বাঁচে
কষ্টে কথা তাঁরা কয় না কারো কাছে!
যাদের কষ্ট থাকে কিছুটা অল্প
তাঁরাই করে মানুষের কাছে গল্প!

কষ্টে মানুষ পাথর হয় বলে গুরু জনে
অল্প কষ্ট যদি হয় বলে লোকের কানে
কষ্ট যদি বেশি হয় তাঁর ‍মুখে হাসি রয়
ঐ কষ্ট হৃদয় দিয়ে সে যে লুকায়!


No comments:

Post a Comment