অপরিচিতা তুমি চিনবে তো - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

অপরিচিতা তুমি চিনবে তো

অপরিচিতা তুমি চিনবে তো?

        মিতুল আহমেদ


জীবনে কখনো যদি দেখা হয়
চিনে নিতে পারবে কি আমায়
আমার কথার ছন্দ শুনেছো নিশ্চয় 
চিনে নিও শব্দ ধ্বনির মুখরতায়!!

কখনো কোন দিন দেখিনি তোমায়
শুধু চেয়েছি জানতে এ ধরায়
শুনেছি তোমার সুমধুর কন্ঠের শব্দ
দেখেছি তোমার হাতের লিখন শিল্প
হয়তো তোমার স্পর্শগুলো আমি চিনবো!!

মনে রাখার মতো হয়নি পরিচয়
তবু কেন এ হৃদয় পোড়ে বিরহ জ্বালায়
হঠাৎ যদি দেখা হয় এক অবেলায়
চিনে নিতে পারবে কি শত অবহেলায়!

যদি আমি এই ধরায় তোমায় পেতাম
এক জীবনের সবটুকু তোমাকে দিতাম
রাখঢাক রেখে আমি তোমারই হতাম
শত দুঃখেও জীবন হেসে পাড়ি দিতাম!



No comments:

Post a Comment