ভাষার সম্মান - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

ভাষার সম্মান

ভাষার সম্মান

            মিতুল আহমেদ

 

ভাষার আধুনিকায়ন জানি রম্য রচনা
সবাই আজ পথে ঘাটে ছড়াচ্ছে রটনা
ভাষাকে সংক্ষিপ্ত করছে দিনে দিনে
মুখের বুলি শুনে সংশয় বাড়ে মনে
রম্য রচনায় রসবোধ বেশি
কি করে বলি কতটা ভালোবাসি!!
এহেন রচনা পড়িতে চাই মনেতে
কিছুতে পারিনা আমি যে ভুলিতে!!
বারে বারে মনে পড়ে কমলা কান্তকে
রসিকতা দিয়ে অসংগতি দেখাতো সে!!
ভাষা জ্ঞান আছে বটে ভালোবাসা নাই
তাইতো ওরা ভাষাটাকে করছে হাই-ফাই!
ব্রাদার কে ওরা বলে না কি ব্রো??
আর কিছু শিখতে কি বাদ আছে বলো!!
রম্য রচনার প্রয়োজন নাহি হয়?
সকলের মুখে মুখে ঘুরে সে বেড়ায়!!
এ হেন ভাষা প্রেম এখন দেখতে পাই
ভাষা বিজ্ঞানী জেন মূর্খ সবাই!!
রম্য তাই পড়তে নয় শুনতে যে পাই!!
হাতে এদের সময় কম, সদা ছোটাছুটি
তাই তো ভাষা নিয়ে এই খুনসুটি!!
মনের মাঝে যদি থাকে ভাষার জ্ঞান
আসুন তাকে একটু হলেও করি সম্মান।



No comments:

Post a Comment