ব্যথার আঁচড়
মিতুল আহমেদ
মন আজ ব্যথায় কাতর
সুগন্ধ পাই না লাগিয়ে আতর!
মনে যদি পচন ধরে
সে মন বাঁচে কি করে?
রক্তের বাঁধন কভু যায় না ছিড়ে
তবু সম্পর্কগুলো ফেলে বুক চিরে
মনের গহিনে দিয়েছি ব্যথার কবর
যেন কেউ না জানে সেই খবর।
এই মনে কতো ব্যথা, চিন্তা, ব্যাকুলতা
যাকে নিয়ে ভাবি স্বাদা সে তো বুঝলো না
কি কথা কি ব্যথা সেতো শুনলো না।
আবেগের বসে পড়ে করলো ছেলে খেলা।
এরপর যাবে কিছু কাল
সব কিছু হবে মনের আড়াল।
তারপর....
যখন কেউ থাকবে না আর পাশে
মনটা মুছড়ে যাবে ব্যথার আশে
সেদিন কতো ছবি হৃদয়ে উঠবে ভেসে
সে দিন বলব ব্যথার কথা হেসে হেসে।
No comments:
Post a Comment