কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা

পারসোনালাইজেশন সেন্টার


মিতুল আহমেদ


আমরা কয়েকজন কান্ডারী
স্মার্ট এনআইডি প্রিন্ট করি!

ছাড়িয়া বাড়ি ছাড়িয়া ঘর
রয়েছি অনাদরে পড়ে
এই পারসো সেন্টারে।

ইটিআই এর দশ, এগার
হবে চুয়াত্তর নাকি আরো?
চিনি না তো কারো!

দেশ পেয়িছি যুদ্ধ করে
আমরাও যোদ্ধা ওরে!
রয়েছি অনাদরে পড়ে 
এই পারসো সেন্টারে।

দেশবাসী পাবে পরিচয়পত্র
তাতে ভূমিকা আমাদের একচ্ছত্র।
দেশের এ যুদ্ধ যেন করতে পারি জয় 
হও আগুয়ান ওরে জোয়ান নেই কোন ডর-ভয়

দেশের তরে এই শ্লোগান
কষ্ট হলেও রাখবো যে মান
সবার তরে স্মার্ট আইডি দেবো মোরা পৌছে
সবার কাছে পারসোবাসী এই দোয়াই চাইছে।




No comments:

Post a Comment