Dear father/সাধু বাবা/Shadu baba/কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

Dear father/সাধু বাবা/Shadu baba/কবিতা

সাধু বাবা


মিতুল আহমেদ


এক, দুই, তিন করে হলো বেশ শুরু
কাজের  নইতো আমি নামের গুরু
সাধু বাবা, সোনা বাবা ডাকে যে সবাই
তাঁরা যে সকলেই ভোগে হতাশায়

ধরেছি আমি সাধুর বেশ
এই তো আছি আমি, করছি আয়েশ
মাথাতে নেই কোন চিন্তার রেশ
বসে বসে খাবো তবু হবে নাতো শেষ

সাধু আমি এই কথা বলি ভুরি ভুরি
সুযোগ পেলেই করি পুকুর চুরি
খাদেম আমার বাড়ছে যে দিন দিন
করেছিলাম শুরু আমি এক, দুই, তিন।


No comments:

Post a Comment