কবিতা - অতঃপর কবিতা

অতঃপর কবিতা

আমি তোমার জন্য কতোটা করেছি সেটা যদি সহজ করে বলতে পারতাম তাহলে প্রকৃতি আমাকে অসম্পূর্ণ করে দিতো!! ......মিতুল আহমেদ।

কবিতা

কবিতা

ভাই-বোন


মিতুল আহমেদ


বোন না থাকলে আমি হতাম কি আর ভাই?
বোনের মুখে ভাই ডাক শুনে প্রাণ যে জুড়ায়।
বোনের মতো বোন যদি হয়, অভাব বলো কিসে?
পৃথিবীর সব কিছু যে ঐ ভাইয়ের কাছে মিছে।

বোনের আবদার রাখতে সদ্বা ভাই যে হয় ব্যস্ত
যদিও ভাই এর না থাকে একটুও সার্মথ্য!
কতো মজা, কতো খুনসুটি তাঁরা করে।
কিছু ভুল তবু সেই সম্পর্ক নষ্ট করে।

কতো কথা, কতো মারামারি
শাখেরও জিনিস নিয়ে হয় কাড়াকাড়ি!
মাঝে মাঝে বোনের চুলে পড়ে টান।
এই নিয়ে ভাই-বোনে কতো অভিমান।

হায়! হায়! একি হয়ে গেল।
একটা খারাপ হাওয়া এসে সব ভেঙে দিল
এখন খুব পড়ছে যে সেই কথা মনে
তবু যেন সুখে থাকে পৃথিবীর সব ভাই-বোনে।


No comments:

Post a Comment